প্রতিনিধি
চাঁদপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাও. আব্দুর রহিম পাটওয়ারী ও সেক্রেটারী মাও. বিল্লাল হোসাইন মিয়াজীকে গ্রেফতারের প্রতিবাদে এবং নি:শ্বর্ত মুক্তির দাবিতে শহরের মাতৃপীঠ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
শহর জামায়াতের সেক্রেটারী সাইফুল আলমের নেতৃত্বে মিছিলে অন্যান্যোর মাঝে উপস্থিত ছিলেন, শহর ছাত্রশিবির সভাপতি মু.নজরুল ইসলাম মারুফ, জেলা সভাপতি, মু. শাখাওয়াত হোসেন।
গত ২১ জানুয়ারী দুপুর ১২টায় মডেল থানার একটি টিম ২০ দলীয় জোট নেতা চাঁদপুর জেলাজামায়াতের আমির অধ্যক্ষ মাও. আব্দুর রহিম পাটওয়ারীকে মাদ্রাসা রোডস্থ তার বাসভবন থেকে পুলিশ গ্রেফতার করে। পরবর্তীতৈ গত ২২ জানুয়ারি বিকেলে চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডস্থ এলাকায় অবস্থিত নিজ বাসভবন থেকে চাঁদপুর মডেল থানা পুলিশের একটি টিম ২০ দলীয় জোট নেতা জেলা জামায়াতের সেক্রেটারী মাও. বিল্লাল হোসাইন মিয়াজীকে গ্রেফতার করে। দু‘জনকেই পৃথক মামলায় জিআর ১৩,১৪,৪১ আসামী করে আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠায়।