শাহারিয়ার খান কৌশিক ॥
বি.এনবিপর ও ২০ দলীয় জোটের ডাকা অবরোধ ও হরতাল চলাকালীন সময়ে চাঁদপুরে ব্যাপক নাশকতা সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় দুরবৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় আওয়ামীলীগ কার্যালয়ে আগুন লেগে যায়। মডেল থানার এ.এস.আই নন্দন সরকার টহলরত অবস্থায় ফায়ার সার্ভিসের ভূমিকায় রেখে শাপলা চত্ত্বর এলাকার একটি দোকান থেকে পানি এনে অবশেষে আগুন নিভাতে সক্ষম হয়। গতকাল ভোরে প্রচন্ড কুয়াশার কারণে সুযোগ পেয়ে দূরবৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে আওয়ামীলীগ অফিসে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। এসময় আওয়ামলীগ অফিসে থাকা শেক মজিবুরের একটি ছবিতে দাও দাও করে আগুন লেগে যায়। এছাড়া কার্যালয়ের ভিতরে থাকা বেশ কয়েকটি চেয়ার ও মূল ফটকের দরজা আগুনে জ্বলসে যায়। ঘটনার কিছুক্ষন পর পুলিশ টহল দেওয়া অবস্থায় আগুনের অগ্নিলীলা দেখতে পেয়ে দ্রুত পানি ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পেট্রোলের বোতল উদ্ধার করে। খবর পেয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম দ্রুত আওয়ামীলীগ অফিসে গিয়ে অবস্থান করেন। দূরবৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় জলসে যাওয়া বিভিন্ন আসবাবপত্র ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের বিশাল আকৃতির একটি ছবি আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘটনার পর পুলিশ ছাড়া আওয়ামীলীগের কোন নেতাকর্মীকে দেখা যায়। প্রায় আধাঘন্টা পর দাড়োয়ান চাবি নিয়ে এসে মূল ফটকের তালা খুলে দেয়। পরে পুলিশ ভিতরে ঢুকে দেখেন। এঘটনায় পুলিশ জেলা জামাতের সেক্রেটারী বিল্লাল হোসেন মিয়াজীকে ট্রাক রোড তার বাসা থেকে গ্রেফতার করে। গত বুধবার দুপুর ১২টায় শহরের মিশন রোড এলাকায় থেকে জেলা জামাতের নায়েবী আমির আব্দুর রহিম পাটওয়ারী কে গ্রেফতারের প্রতিবাদে জামাত শিবিরের নেতারা শহরে ব্যাপক নাশকতা সৃষ্টি করে। জামাত নেতা আটকের প্রতিবাদে শনি ও রবিবার সকাল সন্ধ্যা হরতালের আহবান করে ২০ দলীয় জোট। খবর পেয়ে আওয়ামীলীগ নেতাকর্মীরা সকালে আওয়ামীলীগ কার্যালযে এসে অবস্থান করে এর তীব্র প্রতিবাদ জানায় এবং দোষীদের কে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের কাছে আহবান জানায়।