চাঁদপুর সংবাদদাতা-
চাঁদপুর জেলা প্রশাসক (যুগ্ম সচিব) প্রিয়তোষ সাহার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদন্নোতি জনিত বদলি উপলক্ষে কচুয়া ও হাজীগঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ২৭ সেপ্টেম্বও (বৃহস্পতিবার) বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
সকালে কচুয়া উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী পাটোয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান কামরম্নন্নাহার ভুঁইয়া ও পৌর মেয়র হুমায়ুন কবীর প্রধান।
বিকেলে হাজীগঞ্জ উপজেলা মিলানায়তনে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেনের সভাপত্ত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন পৌর মেয়র আ: মান্নান খান বাচ্চু, উপজেলা আওয়মীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হারম্নন আল মানছুর কাঞ্চন, সাধারণ সম্পাদক গাজী মো মাঈনুদ্দিন প্রমুখ।
উলেস্নখ্য প্রিয়তোষ সাহা ২ বছর ৬ মাস ৯ দিন চাঁদপুরের জেলা প্রশাসক দায়িত্ব পালন করে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহা – পরিচালক হিসেবে যোগদান করছেন।
চাঁদপুর নিউজ সংবাদ