অভিজিত রায় ॥
চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডলের সাথে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যকরি কমিটির সসদ্যবৃন্দ। রোববার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাতকালে কমিটির সদস্যদের সাথে প্রায় ৪৫ মিনিট সময় অতিবিাহিত করেন। এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি জেলা প্রশাসক হয়ে চাঁদপুর আসার পর থেকে চাঁদপুরের উন্নয়নে ও জনগণের সেবার মান উন্নয়নে বেশ কিছু কর্মপরিকল্পনা হাতে নিয়েছি। যার কিছু কাজ শুরু হয়েছে বা কিছু শুরুর পথে। কাজগুলো বাস্তবায়িত হলে জেলার বাসীর সকলে উপকৃত হবেন। আমি চাই সকলকে নিয়ে সকলের মতামতের ভিত্তিতে কাজগুলো এগিয়ে নিতে। এতে কোন প্রকার ছোট-বড় বা উঁচু-নিচুর ভেদাভেদ দেখতে চাই না। জেলার উন্নয়ন কর্মকান্ডে আইনের মধ্য থেকে যে কেউ জেলা প্রশাসনকে সহযোগিতা করতে পারেন। আমি সকলের পরামর্শ শুনে তা থেকে ভাল পরামর্শ বাছাই করেই কাজ করবো। তিনি সবশেষে সংগঠনের ও সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করেন।
সৌজন্য সাক্ষাত কালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এমএ লতিফ, সাধারণ সম্পাদক চৌধুরী ইয়াসিন ইকরাম, সহ-সভাপতি মিজান লিটন, সহ-সভাপতি জামাল আখন্দ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অভিজিত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম অনিক, দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, কার্যকরী সদস্য কে এম সালাউদ্দিন, কে এম মাসুদ, এ কে আজাদ ও সদস্য এস এম সোহেল। এসময় কার্যকরি কমিটির সদস্যরা সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডলের কাছে কিছু দাবী দাওয়া তুলে ধরেন। তা বাস্তবায়নে জেলা প্রশাসক যথাযথ পদক্ষেপ নিবেন বলে সকলকে আশ্বস্ত করেন।