গোলাম মোস্তফা ॥ চাঁদপুরের কৃতি সন্তান তরুন চিকৎসক ডাঃ মোঃ ফাহিম আল ফয়সাল জাতীয় পেশাজীবি সমাজ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা আহবায়ক নির্বাচিত । দেশের বিভিন্ন পেশার তরুণ মেধাবীদের একটি বিশাল অংশ নিয়ে বেশ কয়েকমাস আগে¡ সাবেক রাষ্ট্রপতি,জাতীয় পার্টির চেয়ারম্যান ও পল্লীবন্ধু এরশাদের নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে কয়েক মাস আগে জাতীয় সহযোগী সংগঠন হিসাবে চাঁদপুরের এই কৃতি সন্তানের নেতৃতে জাতীয় পেশাজীবি সমাজ নামে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে ।
ইতিমধ্যে এ সংগঠনটি ঢাকা মহানগর দেশের বিভিন্ন মহানগর,জেলা ও উপজেলা কমিটি গঠনও করা হয়েছে। বিভিন্ন পেশার যেমন চিকিৎসক,প্রকৌশলী,ব্যবসায়ী সমাজ সহ এ সকল তরুণ মেধাবীদের নেতৃত্ব দিচ্ছেন চাঁদপুরের এই কৃতি সন্তান ডাঃ ফাহিম আল ফয়সাল।
উল্লেখ্য ডাঃ ফাহিম আল ফয়সাল চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডস্থ মরহুম মোজাম্মেল হক পাটওয়ারীর জৈষ্ঠ পুত্র । এছাড়াও তিনি সম্ভ্রান্ত রাজনৈতিক একটি পরিবারের সন্তান। তার জেঠা চাঁদপুরের রাজনৈতিক অঙ্গনের এক পরিচিত মুখ অ্যাডভোকেট মরহুম মাহবুবুল হক পাটোয়ারী । যিনি পল্লী বন্ধু এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাধীন থেকে শুরু করে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক,আহবায়ক ও আমৃত্যু সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি চাঁদপুর জেলা বারের সাবেক পিপি ও জেলা আইনজীবি সমিতির নেতৃত্ব দিয়েছেন।