বাদল মজুমদার
চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়ন আ’লীগের সম্মেলন উপলে সভাপতি প্রার্থী মজিব কাজী তৃণমূল কাউন্সিলরদের সাথে ব্যাপক গণসংযোগ করেন।
চাঁদপুর সদর উপজেলা ৭নং তরপুরচণ্ডী ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি সম্মেলনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তথা নির্বাচনের মাধ্যমে হওয়ার দাবি জানিয়েছেন ইউনিয়নের তৃণমূলের নেতৃবৃন্দ। তারা নির্বাচন ছাড়া চাপিয়ে দেয়া কমিটি কোনোভাবেই মেনে নেবে না বলে জানায়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী মজিবুর রহমান কাজীর সমর্থনে গণসংযোগকালে দলের তৃণমূলের নেতৃবৃন্দ এ দাবি জানিয়েছেন।
গত বৃহস্পতিবার বিকেলে ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরদের সাথে এ গণসংযোগ করেন। গণসংযোগকালে উপস্থিত ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হানিফ মজুমদার, সাধারণ সম্পাদক মিজান বকাউল, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক মৃধা, সাংগঠনিক সম্পাদক শাহজাহান গাজী, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল কাজী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজাল খন্দকার, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলমগীর প্রধানিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু ছৈয়াল, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রহিম খাঁ, সাধারণ সম্পাদক শাহজাহান বন্দুকসী, সাংগঠনিক সম্পাদক কালু গাজী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচ্চু বেপারী এবং ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ রহমান মোল্লা ও সাধারণ সম্পাদক হাবিব উল্যাহ বকাউলসহ ওয়ার্ড কমিটিগুলোর ভোটাররা। এ ছাড়া ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
শিরোনাম:
বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।