রফিকুল ইসলাম বাবু
:চাঁদপুর পৌরসভা নির্বাচনে আপিল হওয়া তিন মেয়র প্রার্থীর বিষয়ে রির্টানিং অফিসারের সিদ্ধান্ত বহাল রেখেছে জেলা প্রশাসক । আজ দুপুর ১২ টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুই পক্ষের আপিল শুনানি শেষে এই আদেশ দেওয়া হয় । হাজীগঞ্জ পৌরসভার বিএনপি মনোনিত মেয়র প্রার্থী আব্দুল মান্নান খান বাচ্চু ও ফরিদগঞ্জ পৌরসভার স্বতন্ত্র প্রার্থী মঞ্জিল হোসেনের বিরুদ্ধে হলফ নামায় তথ্য গোপন রাখার অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবরে আপিল করা হয়। অপর দিকে কচুয়া পৌরসভার মনোনয়ন বাতিল হওয়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আহসান হাবিব প্রাঞ্জল আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নাজমুল আলম স্বপনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আনেন । উভয় পক্ষের শুনানি শেষে আপিল আবেদন গুলো খারিজ করেন জেলা প্রশাসক ।