নিজস্ব প্রতিবেদক ॥ চাঁদপুরের মতলব ধনাগোধা সেচ প্রকল্পে এবারও বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।
সর্বত্রই কৃষক কৃষানীরা মনের আনন্দে ধান কাটা, ধান মাড়াই, ধান ও খড় শুকানোর কাজে ভীষন ব্যস্ত সময় কাটাচ্ছে।
গতকাল মঙ্গলবার মেঘনা ধনাগোধা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী গাজী ইয়ার আলী, কৃষক সেচ ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার আলাউদ্দিনসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ধান কাটা মাড়াই কাজ শুরু হয়।
কৃষকরা জানায় এবার তারা প্রতি একরে ৭০-৮০মন ধান পেয়েছে। এবার এই বোরো সেচ প্রকল্পের অভ্যন্তরে ৬হাজার ৭শ’ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৮২-৮৩ সালে এই সেচ প্রকল্পটি প্রায় আড়াই শ’ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করার পর প্রতিবছর অত্যন্ত সফলতার সাথে ৩টি ফসল উৎপাদন করে আসছে।