মুহা : আবু বকর বিন ফারুক।।
ইলিশের বাড়ী চাঁদপুর। চাঁদপুরকে সবাই ভালোবাসে। ব্রান্ডিং জেলা চাঁদপুর। চাঁদপুরকে ভালোবেসে এতদিন যিনি ব্যাপক কার্যক্রম হাতে নিয়ে সুনাম অর্জন করেছেন তিনি বর্তমান ডিসি আব্দুস সবুর মন্ডল( যুগ্ন সচিব) তাঁকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক করা হয়েছে।
যশোরের স্থানীয় সরকারের উপ – পরিচালক মাজেদুর রহমান খান কে চাঁদপুরের ডিসি (জেলা প্রশাসক) দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় ২৫ ফেব্রুয়ারি রবিবার ২২ জেলার নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছেন। উপ – সচিব পদ মর্যাদার এসব কর্মকর্তাদেরকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগের আদেশ জারি করেছেন।
চাঁদপুরের নতুন জেলা প্রশাসক বিসিএস ২০ তম ব্যাচের।তিনি তাঁর বর্তমান কর্মস্থলে ৭ মে ২০১৬ তে যোগদান করেন।