চাঁদপুর: চাঁদপুরের নবাগত পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ পিপিএম (বার) কে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করলেন চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সামছুল ইসলাম।
সোমবার (২৯ মার্চ) চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয়ে নবাগত এসপিকে বরণ করা হয়। একই সময় পুলিশ সুপার নিজেও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সামছুল ইসলাম ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসাইন স্যার, মোঃ হাসান জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ আব্দুর রহীম উপস্থিত ছিলেন। পরবর্তীতে চাঁদপুরে পুলিশ ও বিচার বিভাগের দুই কর্মকর্তার মধ্যে কুশল বিনিময় হয়।
চাঁদপুরনিউজ/এমএমএ/