চাঁদপুর: চাঁদপুরের নবাগত পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ এর যোগদানের পরে বরণ, পুলেল শুভেচ্ছা ও অভিনন্দন অব্যাহত রয়েছে।
গত রোববার (২১ মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ে এই পুলিশ কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও জেলা জজের কার্যালয়ে বরণ করেন চাঁদপুরের জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান।
এদিকে সোমবার (২২ মার্চ) পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে নবাগত এসপিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন চাঁদপুর পৌরসভার মেয়র ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান জুয়েল।
এছাড়া রোববার (২১ মার্চ) সকালে পুলিশ সুপার এর কার্যালয় সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা আওয়ামী লীগের সভাপতি, চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলালসহ জেলার নেতৃবৃন্দ। পরে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার মতবিনিময় করেন।
এর আগে ১৮ মার্চ নবাগত পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ চাঁদপুরে এসে যোগদান করেন। ওইদিন দুপুরে জেলা পুলিশ লাইনস্ এ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় যোগদান করেন। বিকেল ৪টায় চাঁদপুর জেলা সদরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় জেলার সিনিয়র সাংবাদিকদের কাছ থেকে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও সমস্যার কথা শুনেন।
এদিকে আজ মঙ্গলবার (২৩ মার্র্চ) পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলমসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ও উপ-পরিদর্শকবৃন্দ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) কাজী আবদুর রহীমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও নবাগত পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অব্যাহত রয়েছে জেলার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের।
সিনিয়র করেসপন্ডেন্ট/চাঁদপুরনিউজ/এমএমএ/