
স্টাফ রিপোর্টার: চাঁদপুর শহরের সুনামধন্য বস্ত্র বিতানের মালিক ফারুক হোসেন (৭০) এর বিরুদ্ধে চাকুরী দেওয়ার নামে যুবককে বলৎকার করার অভিযোগ পাওয়া গেছে।
যুবক জানায়, ভোলা জেলার কফির দোকানের তার সাথে জহিরুল ইসলাম নামের এক ব্যক্তির সাথে পরিচয় হয়। পরে বেশী টাকার লোভ দেখিয়ে চাঁদপুর শহরের সুনামধন্য বস্ত্র প্রতিষ্ঠান (সাবেক নবী স্টোর) মালিক ফারুক হোসেনের গার্ড (দেহরক্ষি) হিসেবে কাজ করার জন্য সুযোগ করে দেয়। সেই সুবাদে আমি গত ১ মার্চ চাঁদপুরে ফারুক হোসেনের গার্ড যোগদান করেন। এছাড়া তিনি প্রথম দুই দিন তার শরীর ম্যাসেজ করাতেন।
স্থানীয়রা জানায়, নবী স্টোরের মালিক ফারুক হোসেনের বিরুদ্ধে আরোও অনেক অভিযোগ রয়েছে। গত দুই থেকে তিন বছর পূর্বে তার স্ত্রী ইন্তেকাল করেন। কখনো কাউকে বলাৎকার, আবার কাউকে বলাৎকার করার কু-প্রস্তাব রয়েছে তার বিরুদ্ধে।