চাঁদপুর: ২৭ ঘণ্টা পর সন্ধ্যা ৭টার পর থেকে চাঁদপুরের নৌ-পথে নৌযান চলাচল শুরু হয়েছে।
ঘূর্ণিঝড় মহাসেনের কারণে বুধবার বিকেল ৩টায় চাঁদপুর থেকে সব ধরণের নৌ যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল।
ঈগল লঞ্চের কর্মকর্তা মো. আজগর আলী images জানান, কিছুক্ষণের মধ্যে নারায়নগঞ্জের উদ্দেশ্যে কয়েকটি মাঝারি ধরনের লঞ্চ ছেড়ে যাবে। রাত সাড়ে ৯টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমভি মিতালী। এছাড়া ঢাকাও নারায়নগঞ্জের উদ্দেশ্যে পূর্ব নির্ধারিত সময়ে প্রতিটি লঞ্চ ছেড়ে যাবে।
বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক মো. মোবারক হোসেন নৌযান চলাচলের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।