চাঁদপুর নিউজ রিপোট
দশম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র চূড়ান্ত করা হয়েছে। বিগত নির্বাচনের প্রার্থীদের মধ্য থেকে তিনজন এবারো পেয়েছেন। আর দু’টি আসনে প্রার্থী পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত দু’টি আসন হচ্ছে চাঁদপুর-২ ও চাঁদপুর-৪। চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া গতকাল রাতে এ তথ্য জানিয়েছেন।
চূড়ান্ত প্রার্থীরা হচ্ছেন : চাঁদপুর-১ (কচুয়া) আসনে ড. মহীউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দৰিণ) আসনে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে ডাঃ দীপু মনি, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাসত্দি) আসনে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। আজ থেকে প্রার্থীদের দলের মনোনয়নপ্রাপ্তি সংক্রান্ত চিঠি দেয়া হবে।