নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর শহরের পাল বাজারের গেইট সংলগ্ন একটি প্রতিষ্ঠান এ্যাপোলো প্রোপাটিজ এন্ড বিল্ডার্স লিমিটেড। প্রতিষ্ঠানটির নাম এ্যাপোলো প্রোপাটিজ এন্ড বিল্ডার্স লিমিটেড হলেও আসলে কি চলছে এর অন্তরালে?
দীর্ঘদিন ধরে অনুসন্ধানে জানা গেছে, মূলতঃ এই প্রতিষ্ঠানটি চাঁদপুরের একজন রাজনীতিবিদের হলেও প্রতিষ্ঠানটি চালায় তার এক দূরের আত্মীয় জনি। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ধারে কাছে না থাকলেও দীর্ঘদিন ধরে জনি নামের তরুণ এই প্রতিষ্ঠানে অন্য ব্যবসা যেমন কম্পিউটার সংশ্লিষ্ট বিভিন্ন কাজের সুযোগে গড়ে তুলেছে বিশাল সিন্ডিকেট। যার ফলে এখানে হয় না এমন কোনো কর্ম নেই।
নাম প্রকাশে বিভিন্ন লোকজনের সাথে কথা বলে জানা গেছে, এখানে কম্পিউটার ব্যবসার অন্তরালে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে নকল আইডি কার্ড, নকল স্কুল, কলেজ রেজিস্টেশন কার্ড, নকল সার্টিফিকেটসহ অশ্লীল ব্লু ফিম কিপ ডাউনলোড করে তা বিক্রি করা হয়। এছাড়াও দীর্ঘদিন ধরে পাল বাজারের বিভিন্ন মাদক সেবীরাও বাজারের ভেতর বাংলা মদ সেবন করে এখানে বসে আড্ডা জমায়। মাঝে মাঝে এ নিয়ে দোকানে মারামারির ঘটনাও ঘটে থাকে।
আরো জানা গেছে, এই প্রতিষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজ পড়–য়া মেয়েদের ছবি তুলে তাতে ফটোশপে ছেলেদের ছবি পাশাপাশি বসিয়ে ওইসব ছেলেরা মেয়েদের বিভিন্নভাবে ব্ল্যাক মেইল করে। এ্যাপোলো প্রোপাটিজ এন্ড বিল্ডার্স লিমিটেড নামের এই প্রতিষ্ঠানটির সাইনবোর্ডের নিচে প্লট ও ফ্যাট ক্রয় বিক্রয়ের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান লেখা থাকলেও আসলে এই প্রতিষ্ঠানটিতে কী চলছে তা ওই প্রতিষ্ঠানটির কম্পিউটার পর্যবেণ করলেই বুঝা যাবে। তাছাড়া এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে মাদকসেবীদের যে আড্ডা চলে আসছে তাতে এলাকার স্কুল-কলেজ পড়–য়া মেয়েরা রয়েছে আতঙ্কের মাঝে। এলাকাবাসীর অভিযোগ, প্রতিষ্ঠানটি চাঁদপুরের একজন রাজনীতিবিদের হওয়ায় প্রশাসন এ নিয়ে কোনো প্রকার কর্ণপাত করেনি। তারা আরো দাবি জানায়, দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠানে প্লট ও ফ্যাট ক্রয় বিক্রয়ের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান লিখা থাকলেও বাস্তবে তাতে কী চলছে তা তদন্ত করে দেখা একান্ত প্রয়োজন।
শিরোনাম:
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।