আশিক বিন রহিম
চাঁদপুর শহরের পুরাণবাজারে পুলিশের পৃথক অভিযানে ২ নারীসহ ৫ মাদক ব্যাবসায়ী আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৮০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটায় চাঁদপুর মডেল থানা পুলিশ ও পুরাণবাজার ফাঁড়ি পুলিশের পৃথক দু’টি অভিযানে এদের আটক করা হয়। আটককৃতরা হলেন, পুরাণবাজার মেরকাটিজ রোডের মিজি বাড়ির নূরু মিজির পুত্র জেলার কুখ্যাত ইয়াবা সম্রাট বাচ্চু মিজি (৪৫), তার স্ত্রী রহিমা বেগম (৩৫), ধর্মবোন সোনিয়া বেগম (২৮), নিতাইগঞ্জ এলাকার ইদ্রিস সরকারের পুত্র আনোয়ার সরকার (২৮) এবং পুরাণবাজারের চিহ্নিত মাদক ব্যবসায়ী মধ্যশ্রীরামদী এলাকার ফজল বেপারির পুত্র রাসেল বেপারি (৩২)।
জানা যায় চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফরের নির্দেশে মাদকের অভয়ারণ্য বনে যাওয়া পুরাণবাজারকে মাদকমুক্ত করার ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে পুরাণবাজার পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ মাহবুব মোল্লা ও মডেল থানার এএসআই আহ্সানুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করেন। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে বলে পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব মোল্লা জানিয়েছেন।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।