মিজান লিটন=
চাঁদপুরে নববঁধূ হাজেরা হত্যার ঘটনায় হাসপাতাল ভাংচুরের প্রতিবাদে চাঁদপুরের অর্ধশত প্রাইভেট হাসপাতাল গতকাল ১৭ ডিসেম্বর মঙ্গলবার বন্ধ রেখে ধর্মঘট পালন করেছে। জানা যায়, গত ১৩ ডিসেম্বর রাত পৌঁনে ১০টায় চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ চাঁদপুর সেন্ট্রাল হাসপাতালে নববঁধূ হাজেরা বেগম (১৪)-কে হত্যা করে হাসপাতালে এনে ভর্তি করা হয়। ভর্তির পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করলে হাজেরার শ্বশুর বাড়ির লোকজন চাঁদপুর সেন্ট্রাল হাসপাতাল ভাংচুর করে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়।
এ ঘটনার প্রতিবাদে চাঁদপুর জেলার ৪৬টি প্রাইভেট হাসপাতাল গতকাল মঙ্গলবার দিনব্যাপী ধর্মঘট ডেকেছে। ধর্মঘটের ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ লিখিতভাবে দেয়া তথ্যে জানা যায়, চাঁদপুর সেন্ট্রাল হাসপাতাল রোগী সেবা নিয়ে সঠিক তদন্ত ছাড়াই ও যাচাই না করে অন্যায়ভাবে হামলার ঘটনার জন্য বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন শনিবার এক জরুরি সভায় চাঁদপুর জেলায় সকল চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। এ অতর্কিত হামলার ঘটনায় তারা তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনের সভাপতি সফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল্লা আল ফারুক লিখিতভাবে এ ধর্মঘটের নিশ্চিত করেন।
শিরোনাম:
শনিবার , ১৫ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।