মিজানুর রহমান রানা
চাঁদপুরের ফরিদগঞ্জে ২১ এপ্রিল সোমবার ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে ১জন এবং মারাত্মক আহত ৩।
জানা যায়, ওইদিন সন্ধ্যায় তিনজন যাত্রীসহ সিএনজিটি রায়পুর থেকে চাঁদপুরের উদ্দেশ্যে আসছিল। এ সময় সিএনজিটি ফরিদগঞ্জ এলাকার বাগাদী চৌরাস্তার অদূরে ব্রীজের দেিণ লেবুতলা এলাকায় এলে বিপরীত থেকে আসা একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে তিনজন যাত্রীর মধ্যে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চরবংশী গ্রামের ছায়েদ খাঁর ছেলে দেল খাঁ (৪০) ঘটনাস্থলেই মারা যায়। অপর দু’যাত্রী চরইন্দুরিয়া গ্রামের আজুদ্দিন মাঝির ছেলে আলমগীর মাঝি (৪৫) এবং লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চর আবাবিল গ্রামের আজিমুদ্দিন সর্দারের ছেলে হামিদ সর্দার (৫৫) ও অজ্ঞাতনামা সিএনজি চালক মারাত্মক আহত হয়। আহত দু’যাত্রীকে চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দেলু খাঁর লাশ সুরতহালের জন্যে চাঁদপুর মডেল থানায় প্রেরণ করা হয়েছে।
শিরোনাম:
সোমবার , ২১ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৮ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।