প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার বাসস্ট্যান্ড এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে গত কাল মধ্যরাতের পর মমিনুল ইসলাম মানিক নামে একজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার এসআই মো. নিজামউদ্দিন জানান, চাঁদপুর শহরের মিশন রোডের নিজ বাসা থেকে গত বুধবার সকালে গাড়ি চালানোর কথা বলে বের হন মানিক (৫০)। রাতে বাসায়ও ফেরেননি। তাঁর মোবাইলে ফোন করলে অপর প্রান্তে অন্য একজন ফোন ধরে মানিকের স্ত্রী ফরিদা বেগমের কাছে ৩০ হাজার টাকা দাবি করে। এ ঘটনায় রাতেই মানিকের স্ত্রী সদর মডেল থানায় একটি জিডি করেন। বৃহস্পতিবার মধ্যরাতে তাঁর কাছে ফোন আসে। তাঁকে বলা হয় মানিক ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার একটি নির্মাণাধীন ভবনে আছেন। এরপর পুলিশ সেখানে গিয়ে অচেতন অবস্থায় মানিককে উদ্ধার করে। মানিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গতকাল বিকেল ৩টা পর্যন্ত তাঁর জ্ঞান ফেরেনি।
শিরোনাম:
বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।