অভিজিত রায় ॥
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগাদী গ্রামে গাছের গুঁড়ি পড়ে এক যুবকের নির্মম মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে আজ ১০ জানুয়ারী শনিবার সকলা ১০টায়। জানা যায়, বাগাদী গ্রামের সুফিয়ান শেখ বাড়ির রফিক শেখের ছেলে আহম্মদ হোসেন সাগর (২০) বাড়ি থেকে বেব হয়ে রাস্তায় আসলে দেখতে পায় রাস্তার পাশে থাকা গুঁড়ির মালিকরা তা স’মিলে ভাঙ্গানোর জন্য গাড়ীতে তুলছে। শ্রমীকদের পাশাপাশি সেও গাছের গুঁড়ি গাড়ীতে তুলতে যায়। এ সময় শ্রমীকদের হাত ফসকে একটি গুুঁড়িটি সাগরে ঘাড়ের মধ্যে পড়ে। তখনই সাগরে নাক ও মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। পরিবারের লোকজন খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে কর্তব্যরত আরএমও ডা. বেলায়েতে হোসেন সাগরকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারে লোকজন নিহত সাগরের লাশ বাড়িতে নিয়ে যায়।