মিজানুর রহমান রানা
চাঁদপুর সদর উপজেলার বাগাদী গ্রামে মিথ্যা হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, বাগাদী গ্রামের একে অপরের সাথে ঝগড়া মারামারি করলে এলাকার সম্মানীত ব্যক্তিদের জড়িয়ে মান সম্মানহানি করার চেষ্টা করে। এরকম প্রায় অহরহ ঘটনা ঘটার কথা শোনা যায়।
জানা যায়, গত ক’দিন আগে বাগাদী গ্রামের মনির গাজীর সাথে মিণ্টু গাজীর মারামারি হয়। মনির গাজীকে মারার ঘটনার সাথে অন্য কেউ জড়িত না থাকলেও সে একটি কুচক্রিমহলের ইন্দনে এলাকার সম্মানীত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ সহ বিভিন্নভাবে মান সম্মান হানি করার চেষ্টা করে। এ ব্যাপারে মনির গাজীর সাথে আলাপকালে সে জানায়, আমাকে মারপিট করার দিন একজন ব্যক্তি ছাড়া কেউ ছিলো না। আর ন্যাশনাল মানবাধিকার অপরাধ দমন এর সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব আমাদের গ্রামের গাজী আফজাল হোসেন, মোশারফ গাজী ও সিরাজ গাজী আমাকে মারার দিন ঘটনার সময় ছিলো না। এলাকার ক’জন গণ্যমান্য ব্যক্তি জানান, মনির গাজীর সাথে মিন্টু গাজীর মারামারির দিন গাজী আফজাল হোসেন, মোশারফ গাজী ও সিরাাজ গাজী ছিলো না। একটি কুচক্রিমহল এদের মানসম্মান নষ্ট করার জন্য মনিরকে দিয়ে থানায় তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়।
এ ব্যাপারে ন্যাশনাল মানবাধিকার অপরাধ দমন সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব ও ব্যবসায়ী গাজী আফজাল হোসেন জানান, আমরা বাড়িতে থাকি না। ঢাকায় বসবাস করে আসছি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে মান সম্মান নষ্ট করার চেষ্টা করা ঠিক না। যে আমাদের মান সম্মান নষ্ট করার চেষ্টা করে আল্লাহ যেন তাদের বিচার করে।
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।