শহর প্রতিনিধি =
চাঁদপুরের হাট বাজারে নিত্য প্রয়োজনীয় শীতকালীন সবজির দাম আঁকাশ ছোঁয়া। যা ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার অনেক বাইরে। মধ্যবিত্ত ও নি¤œবিত্ত পরিবারের মানুষজন বাজার থেকে শীতকালীন সবজি কিনতে হিমসিম খাচ্ছে। শীতকালীন সবজির মধ্যে নতুন আলু বিক্রি করা হচ্ছে ১৫০ টাকা কেজি দরে। বিক্রেতারা জানায়, এই নতুন আলু আমাদের দেশের নয়।
এসব আলু ভারত থেকে আমদানী করে আনা হচ্ছে। আমাদের দেশের নতুন আলু আরো ২-৩ মাস পর বাজারে আসবে। বর্তমানে যেসব নতুন আলু বাজারে পাওয়া যায় এগুলো ভারতের বিভিন্ন পথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। যার জন্য অধিক দামে কিনে আনার ফলে পাইকারী ব্যবসায়ীরা খুচরা বিক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করায় খুচরা বাজারে বেশি দামে ক্রেতার কাছে বিক্রি করতে হচ্ছে। গোল বেগুন বিক্রি হচ্ছে ১২০-১৪০ টাকা কেজি দরে। বিচি শিম বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকা কেজিতে। টমেটো বিক্রি হচ্ছে ১২০-১৬০ টাকা কেজি দরে। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১২০ -১৫০ টাকা দরে। ধনে পাতা বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০-১৫০ টাকা দরে। প্রতি পিচ ফুলকপি ও বাধাকপি বিক্রি করা হচ্ছে ৩৫-৫০ টাকা দামে। এভাবেই শীতকালীন সবজি চাঁদপুরের হাট বাজারগুলোতে অধিক দামে বিক্রি করা হচ্ছে। এর ফলে সকল ধরনের ক্রেতা সাধারনই এসব সবজি কিনতে গিয়ে মারত্মকভাবে হিমসিম খেতে হচ্ছে।
শিরোনাম:
রবিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩১ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।