চাঁদপুর সদর ও কচুয়ায় বজ্রপাতে ২ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও আহতদের পরিবার সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের চিরারচর এলাকার সামছুল আলমের কন্যা শান্তনা আক্তার (১৯) ও শুক্কুর আলীর স্ত্রী লিপি আক্তার (২০) ঘরের মধ্যে কাজ করছিলো। এ সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ তাদের ঘরের উপর বজ্রপাত পড়ে। এতে তারা ঘরের ভিতরেই আহত হয়। বাড়ির লোকজন শন্তনা ও লিপিকে মূমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়।
একই সময় শরিয়তপুর জেলার সখিপুর মুন্সিরকান্দি গ্রামের ৩ জেলে মেঘনা নদীর চেয়ারম্যান স্টেশন এলাকার ক্যানেলে মাছ ধরতে আসলে বজ্রপাতে তাহের আলী (৫০) বজ্রপাতে ঘটনা স্থলেই মারা যায়। তার লাশ নদী থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। অপর আহত একই গ্রামের মজিবুল হকের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮) ও কামাল সরদারের ছেলে খবির সরদার (১৮) কে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়।
একই দিন সকালে কচুয়া উপজেলার নিন্দপুর গ্রামে বজ্রপাতে বুলু বেগম (৪৫) নামে স্ত্রীর করুণ মৃত্যু হয় এবং তার স্বামী আলী হোসেন (৫৫) গুরুতর আহত হন। কচুয়ার বিতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ওই গ্রামের অধিবাসী মোঃ ইসহাক সিকদার জানান, ঘটনার দিন সকালে কৃষক আলী হোসেন ও তার দু’পুত্র বাড়ির পার্শ্ববর্তী বিলে ধান কাটতে যায়। এসময় প্রচ- বৃষ্টিপাত শুরু হলে আলী হোসেনের স্ত্রী বুলু বেগম তাদের বাড়িতে আনার জন্য ডাকতে যায়। পরে তার দু’পুত্র দৌড়ে ঘরে চলে আসলেও হঠাৎ বজ্রপাতে পথিমধ্যে বুলু বেগম নিহত ও আলী হোসেন আহত হয়। নিহত বুলু বেগমের শরীর বজ্রপাতে ঝলসে যায়। এলাকাবাসী আহত আলী হোসেনকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেছেন।