চাঁদপুর: অনলাইন ভর্তি পদ্ধতির কারণে চাঁদপুরের ভালো ফলাফল করা ৫টি কলেজে এবার অনেক মেধাবী ভর্তির সুযোগ পাবে না। ফলে তাদের ভর্তি নিয়ে বহু অভিভাবক ও শিক্ষার্থীকে উদ্বিগ্ন দেখা যাচ্ছে। খোঁজ নিয়ে দেখা গেছে, এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতায় ফলাফল ও ছাত্র-ছাত্রীর সংখ্যাধিক্য বিবেচনায় ৪৬টি কলেজ/স্কুল এন্ড কলেজকে অনলাইনভুক্ত করা হয়েছে। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসিতে ভর্তির জন্যে তারা অনলাইনে আবেদন গ্রহণ করে। ওই সকল আবেদনের ওপর ফলাফলের ভিত্তিতে ভর্তি তালিকা তৈরি করে। ওই তালিকার বাইরে যারা রয়েছে অর্থাৎ যারা ভালো কলেজে ভর্তির জন্য শিক্ষা বোর্ডের অনলাইনে পূর্বে আবেদন করেনি, এখন আর তাদের ওই সকল কলেজে ভর্তির সুযোগ নেই। সূত্র মতে, কুমিল্লা শিক্ষা বোর্ডের অনলাইন আওতাভুক্ত চাঁদপুরের কলেজের সংখ্যা ৬টি।
এগুলো হচ্ছে ঃ চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, আল-আমিন একাডেমী, পুরাণবাজার ডিগ্রি কলেজ, হাজীগঞ্জ মডেল কলেজ এবং ছেংগারচর ডিগ্রি কলেজ। এসব কলেজে ভর্তির জন্যে যারা কুমিল্লা শিক্ষা বোর্ডের অনলাইনে আবেদন করেছে তাদের মধ্যে মেধানুসারে ভর্তির সুযোগ দেয়া হয়েছে। এর মধ্যে ভর্তির সুযোগ পেয়েছে চাঁদপুর সরকারি কলেজে ৭শ’ জন, সরকারি মহিলা কলেজে ৭শ’ জন, আল-আমিন একাডেমীতে ৪৫০ জন, পুরাণবাজার ডিগ্রি কলেজে ৭শ’ জন, হাজীগঞ্জ মডেল কলেজে ১২শ’ জন এবং ছেঙ্গারচর ডিগ্রি কলেজে ৬শ’ জন। উল্লেখ্য, এবারের এসএসসি ও দাখিলের ফলাফলের হিসাব অনুযায়ী চাঁদপুর জেলায় পাসের সংখ্যা প্রায় ২৫ হাজার। এর মধ্যে শুধুমাত্র জিপিএ-৫ পেয়েছে ১০১৫ জন। এ এবং এ-সহ ভালো ফলাফল করা ছাত্রের সংখ্যা প্রায় ৮ হাজার। তাদের মধ্যে জেলার ৬টি ভালো কলেজে ভর্তির সুযোগ পাচ্ছে মাত্র ৪৩৫০ জন। ফলে বাকি মেধাবীরা ভালো কলেজে ভর্তির সুযোগ পাচ্ছে না। অনলাইনে ভর্তি সম্পর্কে চাঁদপুরের একটি কলেজের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বলেন, এ পদ্ধতিতে তাদের লাভের চেয়ে ক্ষতি হয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, কুমিল্লা শিক্ষা বোর্ডের অনলাইনে ভর্তির জন্য সব ধরনের ছাত্র-ছাত্র আবেদন করেছে। আমাদের কলেজে ভর্তির আবেদন অনুযায়ী তালিকা তৈরি করায় অনেক লো কোয়ালিটির ছাত্রও আমাদের ভর্তি তালিকায় স্থান পেয়েছে। তিনি আরো বলেন, আমরা আমাদের মতো করে ভর্তি করাতে পারলে অনেক মেধাবী ছাত্র ভর্তির সুযোগ পেতো।
শিরোনাম:
শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।