নিহত মো. মিলন (৩৫) মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের গনি সিকদারের ছেলে।
বুধবার রাতে ফরাজীকান্দি ইউনিয়নের ইন্দুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে মতলব উত্তর থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান জানান।
এ ঘটনায় মিলনের দ্বিতীয় স্ত্রী সীমাকে (২৩) আটক করা হয়েছে। দুই বছর আগে তাদের বিয়ে হলেও সীমা ইন্দুরিয়ায় বাবার বাড়িতে থাকতেন। ওই বাড়িতেই মিলনের ওপর হামলা হয়।
মিলনের প্রথম স্ত্রীর নাম শারমিন (২৭)। এই ঘরে তাদের শাহাদাৎ নামের চার বছরের এক ছেলে রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মাহবুবুর রহমান বলেন, বিয়ের পর থেকেই পরিবারের সম্মতিতে বাড়িতে উঠিয়ে নেয়ার জন্য মিলনকে বলে আসছিল সীমা।
এদিন মিলন তার স্ত্রীর সঙ্গে দেখা করতে আসলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মিলনের মাথায় আঘাত করা হলে গুরুতর আহত হন তিনি। প্রথমে তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র এবং পরে সেখান থেকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মিলন মারা যান বলে হাসপাতালের চিকিৎসক মাহবুবুর রহমান জানান।
ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।