মিজানুর রহমান রানা
চাঁদপুরের পুরাণবাজার মধ্যরঘুনাথপুরে একটি মাজার ভাংচুর হয়েছে। এ ঘটনায় তাৎণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে একজনকে আটক করেছে।
জানা যায়, চাঁদপুর পুরাণাবাজারের মধ্য রঘুনাথপুর পণ্ডিত খাঁর বাড়ির লোকমান পণ্ডিত একজন মাজার ভক্ত লোক ছিলেন। সেই সুবাধে দেশের বিভিন্ন জায়গায় তার অসংখ্য ভক্ত মুরিদান ছিলো। লোকমান পণ্ডিত মারা যাবার পর তার নিজ বাড়ি মধ্যরঘুনাথপুরে স্থানীয় লোকজন একটি মাজার বানিয়ে তার পাশে খানকা গড়ে তোলে এবং মিলাদ মাহফিলের ব্যবস্থা করে। গত সোমবার সেই খানকায় তার আশেকানরা মিলাদ মাহফিলের ব্যবস্থা করলে স্থানীয় লোকজন মাইকের আওয়াজে এলাকায় নামাজ পড়তে সমস্যা হয় এবং স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের পড়াশুনায় ব্যাঘাত ঘটার কথা বলে চাঁদপুর মডেল থানায় মৌখিক অভিযোগ জানালে এসআই আবু সাঈদ ঘটনা তদন্তে ঘটনাস্থলে যান এবং ঘটনাস্থল পর্যবেণ করে। পরে এ নিয়ে এলাকায় উত্তেজনা বাড়তে থাকলে বুধবার চাঁদপুর মডেল থানায় উভয়পকে নিয়ে সালিশ বসে। সালিশ চলাকালীন সময়েই এলাকার কিছু উচ্ছৃঙ্খল লোকজন পুরাণাবাজারের মধ্য রঘুনাথপুর পণ্ডিত খাঁর বাড়ির লোকমান পণ্ডিতের বাড়ির ওই মাজারে গিয়ে হামলা করে মাজারটি ভেঙ্গে ফেলে। স্থানীয় লোকজন জানায়, এ সময় হামলাকারীদের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র ছিলো। তারা মাজারটি ভেঙ্গে মাজারের আয়োজকদের নানাভাবে হুমকি-ধমকি প্রদর্শন করে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই প্রদীপ, এসআই ফারুক, এসআই গৌতম, এসআই আবু সাঈদ, এসআই নূরুল হক সহ আর্মড পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পকে শান্ত করে এবং এ সময় একজনকে আটক করে। পরে ওইদিন সন্ধ্যায় বিষয়টি মিমাংসার ল্েয চাঁদপুর মডেল থানায় উভয় পকে নিয়ে চাঁদপুর মডেল থানার ওসির কে সালিশ বসে। তবে এলাকাবাসীর আশঙ্কা, মাজারকে কেন্দ্র করে ওই এলাকায় যে কোনো সময় যে কোনো ধরনের রক্তয়ী সংঘর্ষ ঘটে যেতে পারে।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।