মিজানুর রহমান রানা
চাঁদপুরের মহামায়ায় তুচ্ছ ঘটনায় রিকশাশ্রমিকের ওপর হামলায় ওই রিকশাশ্রমিকসহ আহত হয়েছেন ২জন। আহতদেরকে চিকিৎসার জন্য চাঁদপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, চাঁদপুরের মহামায়া এলাকার করবন্দ গ্রামের আবদুর রশিদ বেপারীর ছেলে আনিস (২৪) রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। গত ক’দিন আগে ওই গ্রামেরই বাচ্চু মিয়ার ছেলে সন্ত্রাসী প্রকৃতির পগু মিয়া আনিসের রিকশায় যেতে চাইলে আল আমিন তার পূর্ব নির্ধারিত ভাড়া আছে বলে পগু মিয়ার সাথে যেতে অনীহা প্রকাশ করে। এই ঘটনাকে কেন্দ্র করে পগু আনিসকে দেখে নিবে বলে হুমকি দেয়। গত ৯ আগস্ট শনিবার সন্ধ্যায় পগু মিয়া তার অপর ভাই ইসমাইল, তারেক ও অপরিচিত সন্ত্রাসীদের নিয়ে মহামায়া করবন্দ বেপারী বাড়ির সামনে আনিসকে আক্রমণ করে মারপিট করতে থাকে। এ সময় আনিস অজ্ঞান হয়ে পড়ে গেলে তারই এলাকার অলিউল্যাহ হাওলাদারের ছেলে আল আমিন হাওলাদারসহ স্থানীয় লোকজন তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসতে চাইলে ওই সন্ত্রাসীরা আবারও আনিসসহ অলিউল্যাহ হাওলাদারের ছেলে আল আমিন হাওলাদারকে মারপিট করে রক্তাক্ত জখম করে নগদ ৩০ হাজার টাকাসহ একটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। কাছ থেকে পরে এলাকাবাসী তাদেরকে চিকিৎসার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ সময় ওই সন্ত্রাসীরা আনিসের বাড়ি ঘরে হামলা করে বেশ ক’টি ঘর জ্বালিয়ে দেয়।
শিরোনাম:
বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।