প্রতিনিধি=
প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের কারনে চাঁদপুরের প্রধান মৎস্য আড়ৎ বড় স্টেশন মাছ ঘাটে সকল প্রকার মাছের আমদানী-রপ্তানী বন্ধ রয়েছে। যার ফলে এখানকার প্রায় অর্ধশতাধিক মাছ ব্যবসায়ীর মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়েছে। বর্তমান সময়ে যেই আড়ৎটিতে লোক সমাগম বেশি থাকার কথা, সেই সময়ে এখানে লোক সমাগম নেই বললেই চলে।
এখানকার শ্রমিকরা বর্তমানে অলস সময় কাটাতে হচ্ছে। প্রধান বিরোধী দলের আন্দোলন সংগ্রামের নামে ৫ বারে ১৯ দিনের অবরোধে এ মাছ ঘাটে কোনো প্রকারের মাছ আসছেনা। যার ফলে এই স্থানটি জনশুন্য অবস্থা বিরাজ করছে। দাড়িপাল্লাগুলো শুকিয়ে রয়েছে। মাছঘাটের মৎস্য ব্যবসায়ীদের সাথে আলাপ করলে তারা জানান, এ মৌসুমে ইলিশের আমদানী না থাকলেও বিভিন্ন জলাশয়ে চাষকৃত দেশীয় মাছের আমদানী হয়ে থাকে। ৮ টি উপজেলার বিভিন্ন স্থান থেকে মাছ চাষীরা তাদের মাছ এখানে এনে বিক্রি করত । কিন্তু অবরোধের কারনে পরিবহন চলাচল না করায় এখানে ঐসব মাছ আসছেনা। গত এক সপ্তাহ পর গতকাল বৃহস্পতিবার সকালে ছোট দুটি ট্রলার যোগে যৎ সামান্য মাছ এই ঘাটে দু-একজন ব্যবসাীয়র আড়তে এসেছে। চাঁদপুরের প্রধান মৎস্য আড়ৎটি ঘুরে দেখা যায়, ঘাটে যে সমস্ত শ্রমিক রয়েছে তারা লুডু আর তাস খেলে সময় কাটাচ্ছে। মাছ মাপার কাঠের তৈরি পাল্লাগুলো যেন শুকিয়ে একাকার হয়ে রয়েছে। বরফ ভাঙ্গার মেশিনগুলোর একই অবস্থা । মাছ প্যাকেট জাত করার কাঠের বাক্স ও ককশিটের সাদা বাক্সগুলো যে যার মত করে আড়তের বিভিন্ন স্থানে ট্যাক দিয়ে রেখেছে। মৎস বণিক সমিতির সভাপতি সেকান্দর কোম্পানী ও সাধারন সম্পাদক ইদ্রিছ গাজীর আড়তের লোকদের সাথে কথা বললে তারা জানান, অবরোধের কারনে বিভিন্ন উপজেলা থেকে এবং অন্যান্য জেলা থেকে মাছ আমদানী করা সম্ভব হচ্ছেনা। যার জন্য চাঁদপুরের মাছ ঘাটে মাছ আমদানী-রপ্তানী করা সম্ভব হচ্ছেনা। নদী পথে জেলেরা যে পরিমান মাছ আহরন করছে তা পরিবহন করে চাঁদপুরের মাছের আড়তে আসতে গেলে তাদের খরচের পরিমান বেশি হচ্ছে। যার জন্য ঐ সব জেলেরা নদীর তীরবর্তী স্থানের আড়ত গুলোতে ও ছোট খাট হাট বাজারে নিজেরা সেসব মাছ বিক্রি করে দিচ্ছে। যতদিন পর্যন্ত বিরোধী দলের আন্দোলন সংগ্রাম বন্ধ না হবে। ততদিন পর্যন্ত মৎস্য ব্যবসায়ীদের মাথার হাত নিচে নামবেনা। মৎস্য ব্যবসায়ী জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূইয়া জানান, এই স্থানে প্রায় অর্ধশতাধিক মৎস্য ব্যবসায়ী রয়েছেন। অবরোধের কারনে এই সব ব্যবসায়ীরা দিন দিন লোকসানের পাল্লা ভারী করছেন। এ স্থানে যে সামান্য পরিমান মাছ আমদানী হচ্ছে তা অবরোধের পরিবহন সংকটের কারনে দেশের বিভিন্ন জেলায় রপ্তানী করা সম্ভব হচ্ছেনা। ফলে মৎস্য ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।