মিজানুর রহমান রানা
চাঁদপুর সদর উপজেলার মৈশাদি ইউনিয়নে চাঁদার টাকা না পেয়ে বসতঘর ভাংচুর ও মো. শফিউল্লাহ খাঁন (৪০) নামের একজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও দুর্বৃত্ত কর্তৃক ওই পরিবারের আরো ৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ৮ অক্টোবর বৃহস্পতিবার মৈশাদী ইউনিয়নের হামানকর্দি গ্রামের খাসের বাড়ি এলাকায়।
জানা যায়, হামানকর্দি খাসের বাড়ি এলাকার মোঃ ফিরোজ খানের পুত্র মো. শরিফ উল্লাহ খানের কাছে একই এলাকার মৃত মো. জালাল খানের পুত্র মোসলেহ উদ্দিন খান কিছুদিন আগে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা দিতে অপরগতা প্রকাশ করলে ওইদিন সকালে জালাল খানের পুত্র মোসলে উদ্দিন, ভাই মোঃ মনির খান (মিশু), ফজলুল হক খানের পুত্র শিপন খান, সিদ্দিকুর রহমান খানের পুত্র মিজানুর রহমান খান ও মঞ্জু খান সহ অজ্ঞাত আরো ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ দল তাদের বসতঘরে হামলা করে ভাংচুর ও লুটপাট করে। এ সময় দুর্বৃত্তরা শরিয়ত উল্লাহকে দেশীয় অস্ত্র দিয়ে মাথা ও পিঠে মারাত্মক জখম করে। তার ডাক-চিৎকারে তার ভাই আক্তারুজ্জামান ও শরীফ খান এবং বৃদ্ধ মা রফিকুননেছা ও পিতা ফিরোজ খান তাকে বাঁচাতে এগিয়ে এলে দুর্বত্তরা তাদের উপরও হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে শরীয়ত উল্লাহর অবস্থা খুবই গুরুতর। এ ব্যাপারে চাঁদপুর আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।