মিজানুর রহমান রানা
চাঁদপুরের রঘুনাথপুরে ওরসকে কেন্দ্র করে আবারও শনিবার সকালে সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় মিজানুর রহমান খান ও লতিফা বেগম নামে দু’জন মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে আহতদের সূত্রে জানা যায়, চাঁদপুরের রঘুনাথপুর ওয়াপদা এলাকায় মাইজভাণ্ডারের ওরশ শরীফে গান বাজানোকে কেন্দ্র করে বৃহস্পতিবার সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিন দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০জন আহত হয়। এই ঘটনার জের ধরেই শনিবার সকাল ৯টায় রঘুনাথপুর ব্রিজের ওপরে বালিয়া এলাকার মৃত করিম খানের ছেলে মিজানুর রহমান খান (৬০) ও বালিয়া ২নং ওয়ার্ড মেম্বার লতিফা বেগম (৪০)-এর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারী ওই এলাকার নাদির খানের ছেলে নবীন খান, জাকির খানের ছেলে মোবারক খান, হালিম শেখের ছেলে রঞ্জু শেখ, মৃত হাকিম শেখের ছেলে রব শেখ, রব শেখের ছেলে সুমন শেখ, রঞ্জু শেখের ছেলে মিজান শেখ হামলায় নেতৃত্ব দেয়। তাদের আক্রমণে মিজানুর রহমান খান ও লতিফা বেগমের অবস্থা আশঙ্কাজনক দেখে তাদেরকে চিকিৎসার জন্যে চাঁদপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে উল্লেখিত হামলাকারীসহ তাদের সহযোগী মোট ১৯জনকে আসামী করে চাঁদপুর মডেল থানায় মামলা করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে রঘনাথপুর ওয়াপদা এলাকায় মাইজভাণ্ডারের ওরশ শরীফ চলছিল। এসময় ওই এলাকায় উচ্চ স্বরে গান-বাজনা করছিল বলে কয়েকজন যুবক এভাবে গান বাজানোর জন্যে অনুরোধ জানায়। গান বাজনা না থামানোর কারণে এক পর্যায়ে দু পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের ওপরও ইটপাটকেল ছোঁড়ে তারা। এসময় পুলিশের উপ-পরিদর্শক মাহাবুব মোল্লা ও কনস্টেবল খোরশেদ আলম আহত হয়। এছাড়া এসময় একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেয় তারা।
শিরোনাম:
বুধবার , ২৬ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।