মিজানুর রহমান রানা
এসএসসিতে এ প্লাস প্রাপ্ত বাবুরহাট স্কুল এন্ড কলেজের এক ছাত্রকে জোরপূর্বক গাঁজা সেবনের চেষ্টা করে ব্যর্থ হয়ে বখাটেরা তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। গতকাল শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে সদর উপজেলার উত্তর রালদিয়া গ্রামে।
জানা যায়, মতলব পিংড়া উপাদি এলাকার পাটওয়ারী বাড়ির কামাল উদ্দিন পাটওয়ারীর ছেলে জান্নাতুল আলম রাসেল (১৮), বাবুরহাট কলেজ থেকে ক্লাস শেষে বাড়ি ফিরছিলো। এ সময় রালদিয়া এলাকায় পথিমধ্যে স্থানীয় শাহজাহান পাটওয়ারী ছেলে বখাটে সাজুল, বাবু, মোঃ আক্কাসের ছেলে আল-আমিনসহ অজ্ঞাত আরো বেশক’জন রাস্তার পাশে বসে গাঁজা সেবন করছিলো। তারা রাসেলকে তাদের সাথে গাঁজা সেবনের জন্য বললে রাসেল তাতে সম্মতি দেয়নি। ফলে বখাটেরা ক্ষিপ্ত হয়ে তাকে গাছের সাথে বেঁধে প্রহার করে। এতে রাসেল রক্তাক্ত জখম হয়। পরে তার চাচাতো ভাই মাইনুদ্দিন ঘটনাস্থল থেকে রাসেলকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। এ ঘটনায় রাসেলের পিতা বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দিয়েছেন।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।