: চাঁদপুর জেলায় ১ লাখ ৭ হাজার ৪শ’ ৫৪ জন ভোটার তাদের আইডি কার্ড এখনো পাননি। হালনাগাদ তালিকায় অন্তর্ভূক্ত হওয়ার প্রায় দু’বছর পার হওয়ার পরও নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ড দিতে পারেনি এখনো। নির্বাচনের পূর্বে ভোটার আইডি কার্ড পাওয়ার জন্য ভোটাররা প্রতিদিনই স্থানীয় নির্বাচন অফিসগুলোতে যাচ্ছেন।
২০১২ সালে সারাদেশের সঙ্গে চাঁদপুর জেলায় হালনাগাদ ভোটার তালিকা প্রণয়নের কাজ সম্পূর্ণ করা হয়। হালনাগাদ ভোটার তালিকায় জেলায় মোট ১ লাখ ৭ হাজার ৪শ’ ৫৪ জন নতুন ভোটার অন্তর্ভূক্ত হয়েছে। নির্বাচন কমিশন নতুন ভোটারদের আইডি কার্ড গত ২৫ সেপ্টেম্বর বিতরণের কথা থাকলেও কিন্তু হালনাগাদের দু’বছর হতে চললেও এখনও পরিচয়পত্র পাননি ভোটাররা।
পরিচয়পত্র না পেলে আগামী নির্বাচনে ভোট দিতে পারবে না, এমন শংকা নিয়ে নতুন ভোটাররা প্রতিদিন নির্বাচন কার্যালয়ে ভিড় করছেন। নির্বাচন কার্যালয়ের নোটিশ বোর্ডসহ সংশ্লিষ্ট সব উপজেলা নির্বাচন কর্মকর্তার কক্ষের দরজায় দরজায় পরিচয়পত্র সংক্রান্ত নোটিশ ঝুলানো হয়েছে। তাতে লেখা আছে ২০১২ সাল কিংবা তারও পরে যারা ভোটার হয়েছেন তাদের পরিচয়পত্র আসেনি। যখন আসবে তখন স্ব স্ব তথ্য সংগ্রহকারীদের মাধ্যমে তা বিতরণ করা হবে। তবে সামনের নির্বাচনে নতুন ভোটাররা ভোট দিতে পারবেন।
জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান জানান, হালনাগাদ নতুন ভোটার তালিকায় জেলার সদর উপজেলায় নতুন ভোটার অন্তর্ভূক্ত হয়েছে ২০ হাজার ১শ’ ২৮ জন, হাইমচর উপজেলায় ৫ হাজার ২ শ’ ৪৯ জন, মতলব উত্তর উপজেলায় ১৪ হাজার ৫৯ জন, মতলব দক্ষিণ উপজেলায় ৯ হাজার ৩শ’ ৯০ জন, কচুয়া উপজেলায় ১৬ হাজার ১৫ জন, শাহরাস্তি উপজেলায় ১০ হাজার ৩০ জন, হাজীগঞ্জ উপজেলায় ১৩ হাজার ৯শ’ ৪৫ জন, ফরিদগঞ্জ উপজেলায় ১৯ হাজার ৭শ’ ৫১ জন। সর্বমোট জেলায় ১ লাখ ৭ হাজার ৪শ’ ৫৪ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে।