চাঁদপুর জেলাধীন শাহরাস্তি উপজেলার পৌরসভার ৮নং ওয়ার্ডের নিজমেহার আমতলী জুমা বাড়ীর মোড় ৬ জুয়াড়িকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। আজ রোববার (৪ জুলাই) দুপুরে পুলিশ তাদেরকে চাঁদপুর আদালতে পাঠালে আদালত তাদের জেলা কারাগারে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।
শাহরাস্তিতে মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মহিউদ্দিন আহমেদ ও সঙ্গীয় ফোর্স পৌরসভার ৮নং ওয়ার্ডের নিজমেহার আমতলী জুমা বাড়ীরে মোড়ের সিরাজুল ইসলামের দোকানের ভিতর হতে জুয়াখেলা অবস্থায় ৫ জনকে আটক করে।
আটককৃতরা হলো, নিজমেহার গ্রাামের (৭নং ওয়ার্ড) আবুল বাসারের পুত্র মোঃ আবুল কাশেম (৪০), একই গ্রাামের (৮নং ওয়ার্ড) মোঃ মোস্তফা কামালের পুত্র মোঃ রেজাউল করিম (রাজু)(২৪), মৃত শহিদ উল্লাহর পুত্র মোঃ মামুন হোসেন (২২), মোঃ ইউনুছ মিয়ার পুত্র মোঃ রায়হান হোসেন (২১), মোঃ সিরাজুল ইসলামের পুত্র মোঃ জাবেদ হোসেন (২০), আঃ মালেকের পুত্র মোঃ জুলহাস সুজন (৩০)।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, আটককৃতরা রাতে সেখানে জুয়া খেলছিল। জুয়া আইনের ৪ ধারায় তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।