স্টাফ রিপোর্টার ॥
শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রান” এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেইসড হেলথ কেয়ার (সিবিএইচসি) এর নির্দেশ মোতাবেক সারা দেশের সকল কমিউনিটি ক্লিনিকে নতুন সাইনবোর্ড ও স্টিকার পৌছে দেওয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ মোতাবেক ক্রিয়েটিব মিডিয়া এ কার্যক্রম হাতে নিয়েছে, এরই ধারাবাহিকতায় গত বুধবার চাঁদপুরের সিভিল সার্জন ডা: রথিন্দ্রনাথ মজুমদারের হাতে নতুন সাইনবোর্ড ও স্টিকার তুলে দিয়ে জেলার কার্যক্রম শুরু করা হয়।
গত বৃহস্পতিবার জেলার, সদর, কচুয়া, শাহারাস্তি, হাজিগঞ্জ ও হাইমচর, শনিবার ফরিদগঞ্জ এবং গতকাল রবিবার মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট তাদের স্ব-স্ব এলাকার কমিউনিটি ক্লিনিকের নতুন এ সকল সাইনবোর্ড ও স্টিকার পৌছে দেওয়া হয়। এরই মধ্য দিয়ে চাঁদপুরের সকল উপজেলার সাইনবোর্ড ও স্টিকার সুস্থ্য ভাবে পৌঁছে দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। এ কাজের সহযোগীতা করেন দৈনিক আমাদের অর্থনীতি ও ক্রিয়েটিব মিডিয়ার চাঁদপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মিজান লিটন।
শিরোনাম:
শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।