চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক সত্য ব্রত সরকার ওরফে পন্ডিত স্যার আর নেই। তিনি বুধবার সকাল ৮টায় শহরের গুয়াখোলা রোডস্থ নিজ বাস ভবনে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৫ বছর। গতকাল বিকেলে ৪টায় চাঁদপুর মহাশ্বশানে তার অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তার মৃত্যুতে চাঁদপুর শহরের সকল ধর্মীয় সম্প্রদায়ের মাঝে শোকের ছায়া নেমে আসে। তার শত শত ছাত্র-ছাত্রী ও ভক্তবৃন্দ একনজর দেখার জন্য বাসায় এসে ভীড় জমায়। মৃত্যুকালে তিনি স্ত্রী উষা সরকার, ৩ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনী, আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তিনি কর্মজীবনে চাঁদপুর প্রধান ডাকঘর, সদর উপজেলার হরিণা উচ্চ বিদ্যালয়, পুরাণ বাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও সবশেষে শহরের গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান পন্ডিত হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯৪সালে তিনি শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহন করেন। দীর্ঘদিন বার্ধ্যকজনিত রোগে অসুস্থ থাকার পর মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গনি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিনের নেতৃত্বে সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ তাকে শ্রদ্ধা নিবেদন করেন। তার অসংখ্য ছাত্র-ছাত্রী দেশ-বিদেশের বিভিন্ন স্থানে উচ্চ পর্যায়ে কর্মরত রয়েছে।