স্টাফ রিপোটার : চাঁদপুর সদর-হাইমচরের মাটি ও মানুষের নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ,চাঁদপুর জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী সাবেক এমপি আলহাজ রাশেদা বেগম হীরাকে গতকাল (২৫ ফেব্রুয়ারী )রবিবার ডিবিশনসহকারে ঢাকা কাসিমপুর করাগারে প্রেরণ করা হয়েছে । জামিন চাওয়ার আগেই আদালতে না উঠিয়ে সরাসরি কারাগারে পাঠানো হয়েছে বলে দাবী করেন তার আইনজীবি অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেন । পরে আদালতে জামিনের আবেদন জানালে আদালত তার জামিন নামন্জুর করেন । এ সময় আদালতে সাবেক এমপি হিসেবে রাশেদা বেগম হীরার জন্য ডিবিশনের আবেদন জানালে আদালত তা মন্জুর করেন । জানা গেছে,পুলিশের কতব্যকাজে বাঁধার ঘটনায় পল্টন থানার মামলায় তাকে এজহারভুক্ত আসামী হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান তার আইনজীবি অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেন ।
জানা গেছে,শনিবার (২৪ ফেব্রুয়ারী )সকালে ঢাকা নয়াপল্টন কেন্দ্রীয় কাযালয় এর সামনে কালো পতাকা প্রদর্শন কালে সাবেক এমপি আলহাজ রাশেদা বেগম হীরাকে গ্রেফতার করেছিলো পল্টন থানা পুলিশ। পরে এ গ্রেফতারের ঘটনায় তাৎক্ষনিক এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর তীব্র নিন্দা জানিয়েছেন ।অবিলম্বে অাটক সাবেক এমপি রাশেদা বেগম হীরা সহ অন্যান্য নেতৃবৃন্দকে মুক্তি দাবী করেছেন ।