স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা মহিলা দলের সাবেক সভাপতি সাবেক মহিলা এমপি আলহাজ্ব রাশেদা বেগম হীরা ঢাকা কাশেমপুর কারাগার থেকে মুক্তি লাভ করেছেন। গতকাল (১৬ মার্চ ) শুক্রবার তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন। তার স্বামী অবসরপ্রাপ্ত চট্টগ্রাম বিভাগীয় খাদ্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মজুমদার দৈনিক চাঁদপুর খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন
এর আগে গত মঙ্গলবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় হাইকোর্টের একটি য়ৌথ বেঞ্চে তাকে জামিন প্রদান করেন।
উল্লেখ্য সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কালো পতাকা কর্মসূচী চলাকালে ঢাকা পল্টন এলাকা থেকে সাবেক এমপি আলহাজ্ব রাশেদা বেগম হীরাকে গ্রেফতার করেছিলো পুলিশ। তাকে পুলিশের কাজে বাঁধা সংক্রান্ত মামলায় আসামী দেখানো হয়। উক্ত মামলায় ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন জানালে আদালত তার জামিন না-মঞ্জুর করেন। পরে উক্ত আদেশের বিরুদ্ধে (১৩মার্চ) হাইকোর্টে জামিনের আবেদন জানালে আদালত সন্তুষ্ট হয়ে তার জামিন মঞ্জুর করেন। এ মামলার হাইকোর্টে আসামী পক্ষের আইনজীবি ছিলেন অ্যাডভোকেট সানাউল্যাহ, অ্যাডভোকের্ট আমিনুল ইসলাম, অ্যাডভোকের্ট সুফিয়া আক্তার হেলেনসহ অনেকেই। এছাড়াও এ মামলার সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।