মিজানুর রহমান রানা
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকায় খাদ্যে বিষক্রিয়ায় ৮জন মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
জানা যায়, গত বুধবার রাতে ওই হাজীগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকায় একটি বাড়িতে মিলাদে মাহফিল শেষে খাওয়া দাওয়া হয়। খানা খেয়ে রাতে বাড়ি ফিরে একই পরিবারের মনুজা বেগম (৪৫), সোলেমানের ছেলে মেহেদী (১১), খাদিজা বেগম (৩২), এয়াসিনের ছেলে ইউনুছ (১০), মামুনের স্ত্রী কুলসুমা (২৪), সলেমানের স্ত্রী মাসুমা বেগম (৪৫), আবদুর রহমানের ছেলে আবদুল মান্নান, সলেমানের ছেলে রনি (২০) সহ বাবুরহাট আশিকাটি এলাকার প্রিয়লাল দাসের ছেলে প্রবল সহ ৮ জন মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার সকালে তাদেরকে চাঁদপুর ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে কর্তব্যরত ডাক্তার জানান, খাদ্যে বিষক্রিয়ায় তাদের এমনটি হয়েছে। তবে আশা করছি সবাই সুস্থ হয়ে যাবে।
শিরোনাম:
বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।