চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জ মধ্য বাজারে রোববার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২কোটি টাকার মালামাল পুড়ে যায়। এসময় আগুন নেভাতে গিয়ে অন্তত ১০জন আহত হয়েছেন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, বিদ্যুতের খুঁটি থেকে এক খণ্ড আগুনের ফুলকি এসে মদিনা ওয়েল দোকানের কেরোসিনের ড্রামে পড়ে। এ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দিলে দমকল বাহিনী এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।হাজীগঞ্জ থানার ওসি মো. শাহ আলম জানান, পুড়ে যাওয়া দোকানের অধিকাংশ-ই হলো মেশিনারিজ ও হার্ডওয়ার দোকান। দোকান মালিকদের দাবি, তাদের প্রায় ২কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিভাতে গিয়ে কয়েকজন আহত হয়েছে
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।