সিনিয়র করেসপন্ডেন্ট: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চাঁদপুরের শতাধিক নারী উদ্যোক্তা প্রথমবারেরমত তাদের তৈরী বিভিন্ন খাদ্য পন্য নিয়ে মিলনমেলায় মিলিত হন।
সোমবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে উইমেন এন্ড ই কমার্স ফোরাম (উই) এর চাঁদপুর জেলা প্রধান নাদিয়া রওশনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক রহিম বাদশা,চাঁদপুর কন্ঠের বার্তা সম্পাদক এইচ এম আহসান উল্লাহ, প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, নারী উদ্যোক্তা ব্যারিস্টার রহিমা হকসহ অন্তত ৩০জন উদ্যোক্তা।
বক্তারা বলেন, আমরা অনেক বাধা নিষেধ উপক্ষো করে আজকে উদ্যোক্তা হয়েছি। এতে আমাদের সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম তথা প্রযুক্তি। কারণ এই প্রযুক্তির কারণে আমরা আমাদের তৈরী দেশীয় পণ্য নিজের হাতের তৈরী খাদ্য সামগ্রী সবার মাঝে সারা দেশে পৌছে দিতে পারছি। আজ আমাদের চাঁদপুরের ১৩জন নারী অল্প সময়ে লাখপতি বনেছেন। আমরা এভাবে আরও অনেক দূর যেতে চাই। এর জন্য আমাদের প্রয়োজন প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা।
চাঁদপুরনিউজ/এমএমএ/