শরীফুল ইসলাম *
বাংলাদেশ স্কাউটস্-এর সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্টস্ স্কাউট অ্যাওয়ার্ড’ এবার (২০১৩ সালে) সারাদেশে মোট ৫৪ জন স্কাউট ও গার্লস ইন স্কাউট লাভ করেছে। এর মধ্যে চাঁদপুর জেলারই রয়েছে ২০ জন। গত ১৬ জুলাই ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশের চীফ স্কাউট অ্যাডভোকেট আবদুল হামিদ বাংলাদেশ স্কাউটস-এর ৪৩তম ত্রৈ-বার্ষিক সাধারণ সভায় নিজ হাতে চাঁদপুরের অ্যাওয়ার্ডপ্রাপ্ত ২০ জনসহ অন্যদেরকে প্রেসিডেন্টস্ স্কাউট অ্যাওয়ার্ড ব্যাজ পরিয়ে দেন ও সনদপত্র প্রদান করেন। চাঁদপুর জেলার নয়টি স্কাউট ইউনিটের ২০ জন প্রেসিডেন্টস্ স্কাউট অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলো: সদর উপজেলার আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ স্কাউট গ্রুপের ৪ জন যথাক্রমে স্কাউট মাহমুদুন নবী সিয়াম, স্কাউট জাহিদ হাসান, স্কাউট মেহেদী হাসান পিয়াস ও স্কাউট শোয়েব মাহমুদ চৌধুরী, মেঘনা পাড় মুক্ত স্কাউট গ্রুপের ৩ জন যথাক্রমে স্কাউট খায়রুল আলম স্বাধীন, স্কাউট মোঃ ফয়সাল আহম্মেদ ও স্কাউট ওমর ফারুক রাফী, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের ১ জন স্কাউট সুচিন্ত রায় ধ্রুব, ফরিদগঞ্জ উপজেলার মুন্সিরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের ১ জন স্কাউট মোঃ শাহপরান, কচুয়া উপজেলার কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের ১ জন স্কাউট মাহমুদ হাসান নাঈম, হাজীগঞ্জ উপজেলার বাকিলা উচ্চ বিদ্যালয় গার্লস ইন স্কাউট গ্রুপের ৩ জন স্কাউট তানিয়া আক্তার, স্কাউট বদরুন্নাহার নীতি ও স্কাউট রিমা আক্তার, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় গার্লস ইন স্কাউট গ্রুপের ১ জন স্কাউট সানজিদা আক্তার মিতু, মতলব দণি উপজেলার মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের ২ জন স্কাউট মোঃ রেদওয়ানুল ইসলাম ও স্কাউট শাহীন খান এবং মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় গার্লস ইন স্কাউট গ্রুপের ৩ জন স্কাউট সুবাহ ইয়াসমিন বন্যা, স্কাউট মেহজাবিন হোসেন, স্কাউট জুরানা জসিম ও স্কাউট উম্মে সালমা। অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রত্যেক স্কাউট ইউনিটের একজন করে ইউনিট লিডার, প্রত্যেক স্কাউটের একজন করে অভিভাবক, চাঁদপুর জেলা স্কাউটস্ সম্পাদক অজয় ভৌমিক, কোষাধ্য আলম আরা সাফি, মতলব দণি উপজেলা স্কাউট সম্পাদক বিউটি বেগম, যুগ্ম সম্পাদক হাফেজ আহমেদ ও ইউনিট লিডার মোঃ মাসুদ দেওয়ান উপস্থিত ছিলেন। চাঁদপুর জেলার অ্যাওয়ার্ডপ্রাপ্তদের জেলা স্কাউটস্ সভাপতি ও জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন, জেলা স্কাউট কমিশনার মোহাম্মদ হোসেন ও জেলা সম্পাদক অজয় ভৌমিক অভিনন্দন জানিয়েছেন।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।