নিজস্ব প্রতিবেদক
: চাঁদপুরের ৫টি আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় প্রার্থীদের হাতে দলীয় মনোনয়নপত্র তুলে দেয়া হয়। চাঁদপুরের এক এমপিসহ গতবারের দুই প্রার্থী বাদ পড়েছেন।
চাঁদপুর-১ ( কচুয়া) আসনে এবারও দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
চাঁদপুর-২ আসনে এবার মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। এ আসনে বাদ পড়েছেন বিমান বাহিনীর সাবেক প্রধান বর্তমান এমপি এম. রফিক্লু ইসলাম।
চাঁদপুর-৩ ( সদর – হাইমচর) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ড. শামসুল হক ভূঁইয়া। এ আসনে বাদ পড়েছেন গেল দুই নির্বাচনে আওয়ামী লীগের টিকেটে নির্বচান করা প্রার্থী জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুর রহমান।
চাঁদপুর-৫ (হাজিগঞ্জ- শাহরাস্তি) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক মন্ত্রী মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর ( অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
এদের মধ্যে অবশ্য সংসদ নির্বাচনী প্রার্থী হিসেবে কেউ নতুন নয়। প্রত্যেক প্রার্থীই এর আগে এক বা একাধিক সময় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। এর মধ্যে ড. শামসুল হক ভূঁইয়া এর আগে বিলুপ্ত চাঁদপুর-৩ (সদর একাংশ ও মতলব দক্ষিন) এ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। ২০০১ সালের নির্বাচনে ওই আসনে তিনি পরাজিত হবার পর থেকে নিজের জন্মভূমি ফরিদগঞ্জের রাজনীতিতে সক্রিয় হন। গেল নির্বাচনে তিনি ওই আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন।
আর চাঁদপুর-২ আসনের এবারের প্রার্থী মোফাজ্জল হোসেন মায়া বীর বিক্রম এর আগেও ওই আসন থেকে নির্বাচন করেছিলেন। গেল সংসদ নির্বাচনে মামলাজনিত কারণে তিনি মনোনয়ন ফরম ক্রয় করতে পারেননি। এ প্রেক্ষিতে ওই আসনে বিমান বাহিনীর প্রধান (সাবেক) এয়ারভাইস মর্শাল ( অব.) এম রফিকুল ইসলামকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়। কিন্তু নির্বাচিত হবার পর নানা কারণে সমালোচিত হন এই সংসদ।
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ড. দীপু মনি গেল নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করে বিএনপির নিশ্চিত আসন দীর্ঘদিন পর ছিনিয়ে আনেন। নৌকার জয় নিশ্চিত করেন।
গেল নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন পেয়েছিলেন সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা মীর ইকবাল। আইনি জটিলতা শেষে মীর ইকবালকে বাদ দিয় ড. মহীউদ্দিন খান আলমগীর দলীয় মনোনয়ন পেলেও রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র প্রথমে বাতিল হয়ে যায়। পরে তিনি উচ্চ আদালতের আদেশে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়লাভ করেন।
চাঁদপুর- ৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দীর্ঘ কয়েকটি নির্বাচনেই অংশ নিচ্ছেন মেজর ( অব.) রফিকুল ইসলাম । জয় পরাজয়ের স্বাদ এর আগে কয়েকবার তিনি নিয়েছেন।