চাঁদপুর নিউজ রিপোর্ট
নির্বাচন কমিশন কর্তৃক দ্বিতীয় পর্যায়ের তফসিল অনুযায়ী আগামী ২৭ ফেব্র“য়ারি ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনের অংশ হিসেবে চাঁদপুর সদর, হাইমচর, ফরিদগঞ্জ, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১০ম জাতীয় সংসদ নির্বাচনের পর ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সরকারি দলের পাশাপাশি বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনমুখী হয়ে তাদের রাজনৈতিক কর্মকান্ডকে গতিশীল করে তুলেছেন। চাঁদপুর জেলার ৫টি উপজেলার অফিসপাড়া, হাটবাজার, বাস-লঞ্চ ও ট্রেনে সর্বত্র এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে। নির্বাচনে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সম্ভাব্য চেয়ারম্যান, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা এখন মরিয়া হয়ে ভোটারদের কাছে তো যাচ্ছেই, পাশাপাশি তাদের দলের সর্বোচ্চ ফোরামে সমর্থন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছে। তবে ২০০৯ সালের ২২ জানুয়ারি অনুষ্ঠিত ৩য় উপজেলা নির্বাচনে স্থানীয়ভাবে বা তৃণমূল পর্যায়ের লোক দেখানো মতামত গ্রহণ করে প্রার্থীতা দিলেও আসন্ন ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে তেমনটি থাকছে না। এ নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাদের মতামতকে প্রাধান্য দেয়া হয়েছে। এ সকল মতামত জেলা কমিটি হয়ে কেন্দ্রে পাঠানোর দিক নির্দেশনা রয়েছে। সে কারণে আসন্ন ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী হওয়াটা এখন দুস্কর অবস্থায় পরিণত হয়েছে। ইতিমধ্যে চাঁদপুর সদরে যারা প্রাথমিক পর্যায়ে প্রার্থীতা যাচাই বাছাইয়ের দায়িত্ব বা নেতৃত্বে রয়েছেন তারা নিজেরাই খোদ প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। এখন তৃণমূল নেতাকর্মীদের প্রশ্ন দেখা দিয়েছে, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে?
৪র্থ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন মনোনয়নপত্র দাখিল যে শর্তাবলী দিয়েছেন তাও অনেকে যথাযথভাবে পুরন করতে হীমশীম খাচ্ছে। আসন্ন ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দে ১টি পরিবর্তন আনা হয়েছে, সেটি হচ্ছে টেলিভিশন প্রতীকের পরিবর্তে দোয়াত কলম এবং পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীর প্রতীকে ফুটবলের পরিবর্তে জাহাজ প্রতীক আনা হয়েছে। এছাড়া চেয়ারম্যান পদে প্রতীক হিসেবে থাকছে : আনারস, কাপ-পিরিচ, চিংড়ি মাচ, মোটর সাইকেল, ঘোড়া, টেলিফোন, দোয়াতকলম (পরিবর্তিত), ব্যাটারি, হেলিকপ্টার ও ফেজ টুপী। পুরুষ ভাইস চেয়ারম্যান প্রতীকে থাকছে : চশমা, টাইপ রাইটার, তালা, টিউবওয়েল, মাইক, উড়োজাহাজ, টিয়াপাখি, জাহাজ (পরিবর্তিত), বই ও বৈদ্যুতিক বাল্ব। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর প্রতীকে থাকছে : প্রজাপতি, হাঁস, ফুটবল, ক্যামেরা, কলস, পদ্ম ফুল, ফুলের টব, বৈদ্যুতিক পাখা, তীর-ধনুক ও সেলাই মেশিন।
চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৯৬ হাজার ৮শ’ ১১, হাইমচর উপজেলার ৬টি ইউনিয়নে মোট ভোটার ৬৯ হাজার ৭শ’ ৮০, ফরিদগঞ্জ উপজেলায় ১৫টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৬২ হাজার ৬শ’ ১৯, মতলব উত্তর উপজেলার ১২টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৯৯ হাজার ৩শ’ ১, মতলব দক্ষিণ উপজেলার ৬টি ইউনিয়নে ১ লাখ ৩৭ হাজার ৪শ’ ৩৯ ভোট। চাঁদপুর পৌরসভাসহ চাঁদপুর সদরে এ বছর সর্বোচ্চ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এদিকে আগামী ২ ফেব্র“য়ারি মনোনয়ন পত্র দাখিলের সর্বশেষ সময় বেধে দেয়া হয়েছে। সে জন্যে এ ৫টি উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির রয়েছে একাধিক প্রার্থী। প্রার্থীদের তালিকায় বর্তমানে ক্ষমতায় থাকা চেয়ারম্যান, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যানরাও পুনরায় প্রার্থী ঘোষণা দিয়ে মাঠে রয়েছেন। এদের সাথে অনেক নতুন মুখ সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যাপক আকারে গনসংযোগ, ভোটারদের দোয়া চেয়ে কুশল বিনিময় করে যাচ্ছেন।