স্টাফ রিপোর্টার:
চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীসহ জেলার ৮টি উপজেলার বিভিন্ন থানাএলাকা থেকে বিএনপি ও জামায়াতের আরো ৫৫ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। মামলার এজাহার ও ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে পুলিশ তাদেরকে আটক করেছে বলে জানা যায়। মঙ্গলবার সন্ধ্যা থেকে গতকাল বুধবার বিকেল ৫টা পর্যন্ত জেলার ৮ উপজেলার থানা গুলোর পুলিশ কর্মকর্তারা এদেরকে আটক করেছে বলে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের ডি আই ওয়ান জানান।
চাঁদপুর জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা যায়, চাঁদপুর মডেল থানায় ৭জন, হাইমচরে ৭জন, ফরিদগঞ্জে ৮জন, মতলব দক্ষিণে ৫ জন, মতলব উত্তরে ৬জন, হাজীগঞ্জে ৮জন, শাহরাস্তিতে ৬জন ও কচুয়ায় ৮জনকে গ্রেফতার করা হয়েছে। এদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য,এর পূর্বে গত সোমবার বিকেল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ১৭জনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।