চাঁদপুর সংবাদদাতা ॥
চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের দোকানঘর এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ৬ ব্যবসা প্রতিষ্ঠান এবং একটি ৩তলা পাকা ভবনের একাংশ পুড়েগেছে। রবিবার (১৪ মে) দিনগত রাত আনুমানিক সাড়ে ১২টায় দোকানঘর এমদাদিয়া মাদরাসার সামনে এই দূর্ঘটনা ঘটে। অগ্নিকান্ডের আগুন নিবাতে গিয়ে কমপক্ষে ১০জন আহত হয়েছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে: শাহ আলমের চা দোকান, সুলতান গাজীর মুদি দোকান, মমিন শেখের লন্ড্রী দোকান, মোহাম্মদ হোসেনের মুদি দোকান, মাহমুদ সৈয়ালের কাঁচামালের দোকান, রহিম শেখের চা দোকান, শফিক গাজীর ৩ তলা ভবনের উত্তরাংশ।
স্থানীয় ইউপি সদস্য সেলিম বেপারী জানান, রাতে দোকান বন্ধ করে সকলে বাড়িতে চলে যায়। আনুমানিক সাড়ে ১২টার দিকে যে কোন দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষনিক ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে চাঁদপুর দক্ষিন ও উত্তর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিবাতে সক্ষম হয়। অগ্নিকান্ডে মালামালসহ আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ইব্রাহীমপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম জানান, অগ্নিকান্ডের খবর সোমবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ানকে জানানো হয়েছে। চাঁদপুর ফায়ার সার্ভিস দক্ষিণ ইউনিটের লিডার মো. ইসমাইল জানান, খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে আসেন। প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। অগ্নিকান্ডে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানের সকল মালামাল, দোকান ও পাকা ৩ তলা ভবনের উত্তরাংশ পুড়েগেছে। তবে ক্ষয়ক্ষতির
পরিমাণ এখনো নির্ধারণ করেননি।