চাঁদপুর: চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় রেল লাইনের পাশে শনিবার সকালে গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় গাছে ঝুলন্ত একটি লাশ দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। লাশটি মাটি থেকে মাত্র ৪ ইঞ্জি ওপরে ঝুলে ছিল। এ সময় পুলিশ লাশের আশপাশ থেকে বিভিন্ন মাদকের আলামত উদ্ধার করেছে।
পুলিশের ধারণা, মাদক সেবি অথবা দুর্বৃত্তরা তাকে হত্যা করে গলায় মাফলার পেঁচিয়ে গাছে ঝুলিয়ে রাখে।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) শাহ আলম জানান, এসময় তার পরনে লুঙ্গি ও সাদা শার্ট ছিল।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই জানা যাবে।