শাহরিয়ার খাঁন কৌশিক ॥: অতিরিক্ত যাত্রী বহন করে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ এমভি জল তরঙ্গকে ১২ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টায় লঞ্চটি চাঁদপুর ঘাটে পৌঁছলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মো. রাশেদ এ দন্ডাদেশ দেন।
চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, ঈদ উপলক্ষ্যে চাঁদপুর নৌ-টার্মিনালে আইন শৃঙ্খলা বাহিনীসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন।
রাত ১২টায় এমভি জল তরঙ্গ লঞ্চটি চাঁদপুর ঘাটে অতিরিক্ত যাত্রী নিয়ে উপস্থিত হয়। এ সময় নৌ-পরিবহন আইন লঙ্গনের দায়ে ওই লঞ্চ কর্তৃপক্ষকে ১২ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। পরে রাত সোয়া ১২টায় লঞ্চটি বরিশালের উদ্দেশ্যে চাঁদপুর ঘাট ত্যাগ করে। এদিকে বরিশাল যাওয়ার যাত্রীরা চট্রগ্রাম থেকে ট্রেন যোগে চাঁদপুরে লঞ্চ ঘাটে আসলের অতিরিক্ত যাত্রীর কারনে লঞ্চ না থাকায় তাদেরকে চরম দূরভোগ পোহাতে হয়েছে। নৌ পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দাড়িয়ে থেকে যাত্রীদের লঞ্চে উঠিয়ে দেয়।