
চাঁদপুর: চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমি’র ব্যবস্থাপনায় অনলাইনে বর্ষবরণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
বুধবার (১৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী’র পেইজে বর্ষবরণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, বিশিষ্ট ছড়াকার পিযুষ কান্তি বড়ুয়া প্রমূখ।
আলোচনা সভায় অতিথিরা সবাই নববর্ষের শুভেচ্ছা জানান এবং স্বাস্থ্যবিধি মেনে চলারও আহবান জানান।
আলোচনা সভা শেষে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
ফম/এমএমএ/