স্টাফ রিপোর্টার: ॥
অসামাজিক কাজে লিপ্ত ৪ পুরুষ ও নারী কে আটক করেছে চাঁদপুর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বাবুরহাট এলাকার খুশবুল আলমের ৩য় তলা বাসায় অভিযান পরিচালনা করে তাদের কে আটক করা হয়।
আটককৃতরা হলেনঃ সদর উপজেলা কামরাঙ্গা এলাকার আব্দুল খালেক মিঝির ছেলে মোঃ খুশবুল আলম, মৃত লতিফ খান তাজল খান, ছেলামত এর ছেলে মোঃ নাছির, অলি মিয়ার ছেলে মোঃ কবির ও লক্ষীপুর জেলার কমলনগর থানার রুনা আক্তার।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আহসানুজ্জমান ও সংঙ্গীয় ফোর্সসহ বাবুরহাট এলাকায় খুশবুল আলম এর ৩য় তলা ভাড়া বাসায় অভিযান চালায়। এসময় অসামাজিক কাজে লিপ্ত থাকা ৪ পুরুষ ও ১ নারীকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি মোহাম্মদ আলমগীর হোসেন মজুমদার জানায়, তারা দীর্ঘদিন যাবত উল্লেখিত বাসা ভাড়া নিয়ে এ ধরনের অসামাজিক কাজ করছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।