শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর শহরে মাত্রাতিরিক্ত যানজট নিরশনে অবৈধ অটো-রিক্সার উপর ট্রাফিক পুলিশের অভিযান পরিচালিত হয়েছে। সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত পৌর কতৃপক্ষের নেতৃত্বে ট্রাফিক পুলিশ ৩৭টি লাইসেন্স বিহীন অটো রিক্সা আটক করে। জানা যায়, চাঁদপুরে যানজট নিরশনে অটো রিক্সার নতুন লাইসেন্স পৌরসভা বন্ধ করে দিয়েছে। তারপরও চাঁদপুরে শত শত নতুন অবৈধ অটো রিক্সা অদক্ষ চালকের মাধ্যমে চালানোর কারনে দূর্ঘটনা ও যানজট বেড়েই চলেছে। এছারা পুরনো অটো রিক্সার লাইসেন্স নিয়ে নতুন অটো রিক্সায় লাগিয়ে চালিয়ে যাচ্ছে। যে সকল অটো রিক্সা শহরে চলছে সে সকল অধিকাংশ চালকদের নেই কোন লাইসেন্স। যেখানে সেখানে ও রাস্তার উপরে অটো রিক্সা থামিয়ে যাত্রী উঠানামার কারনে যানজট পূর্বের চেয়ে বেড়েই চলেছে। তাই পৌরসভার মেয়র বর্তমান জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের নির্দেশে অবৈধ অটো রিক্সার উপর অভিযান চালানো হয়। এসময় ট্রাফিক সার্জেন্ট আব্দুল নাইয়ান ও টিএসআই খলিলুর রহমান অভিযান পরিচালনা করেন। বাসষ্টেন্ড এলাকায় এ অভিযান চালিয়ে ৩৭টি লাইসেন্স বিহীন অটো রিক্সা ও ১টি সিএনজি আটক করে। আটককৃত যানবাহনগুলো উপর মামলা দায়ের করে সেগুলো পুলিশ লাইন পাঠানো হয়েছে। পৌর কতৃপক্ষ আটককৃত অটো রিক্সার বিরুদ্ধে পৌরকতৃপক্ষ পরবর্তী ব্যবস্থা গ্রহন করবে বলে ট্রাফিক সার্জেন্ট জানায়।